আজ নবাব সিরাজদ্দৌলার মৃত্যু হলো।
করুণ মৃত্যু।
যে নবাবের অসীম সাহসিকতায়,
অপরিমেয় বীরত্বে,
বাংলার বহিশত্রু আর লুটেরা যত ছিল
একে একে সব পরাভূত হল।
স্বাধিনতাকামী বাংলার বীরযোদ্ধাদের কাছে যিনি বাংলার প্রিয় নবাব।
আদর্শ মানুষ হিসেবে যার নাম ইতিহাসে চীরদিন লেখা থাকবে
একজন আদর্শ প্রেমিক স্বামী হিসেবে যার নাম ইতিহাসে লেখা থাকবে।
নবাব আলিবর্দী খাঁ এর নয়নমনি ছিলেন যিনি
আজ তার মৃত্যু হলো কতকগুলো বেইমান, বিশ্বাসঘাতক মন্ত্রী ও সেনাপতির হাতে।
ইতিহাসের বিশ্বাসঘাতক, ক্ষমতালোভী, বৃটিশবেনিয়াদের পদলেহনকারী ঘৃণ্য মীরজাফর হাতে।
একজন অপরাধী, খুনিকে যে ভাবে মৃত্যুদন্ড দেয়া হয়
সেই রকম নির্মমভাবে তাকে হত্যা করা হলো।
সেই সাথে মৃত্যু হলো একটি প্রেমের
একটি সুখি পারিবারিক জীবনের।
মৃত্যু হলো বাংলার স্বাধিনতার।
(“আমি সিরাজের বেগম “ সিরিয়াল দেখার পর)
৪৬/৪