(গীতি কবিতা)
ওরে ভাই পথভোলা নীড়হারা পাখি
কেঁদে কেঁদে অকালে গেল তোর আঁখি।
ভূল করে চেয়েছিলি প্রীতি ভালবাসা
বিনিময়ে ভেসে গেল তোর কূড়ে বাসা।
তবুও পথের ধারে বসে বসে থাকা
তবুও তাহার পানে চোখ মেলে রাখা।
অন্ধ প্রেমের মোহে চোখ হলো নদী
তবুও প্রতীক্ষা তোর, ফিরে আসে যদি।
পাখার পালক তোর ঝরে গেল ঝড়ে
স্বপ্ন আকাশে তুই উড়বি কি করে।
তাই শুধু বসে থাকা ও পথের ধারে
দিন নাই রাত নাই একা আঁধারে।
পথভোলা আলাভোলা বিভোলা পথিক
ভূলের মায়ায় তুই ভূলে গেলি দিক।
ওরে ভাই পথভোলা নীড়হারা পাখি
কেঁদে কেঁদে অকালে গেল তোর আঁখি।
(গীতি কবিতা)


স।১/৩৩