(গীতি কবিতা)


নদী না যাইও রে মাঝি, এ নদীর নাই রে তল
এ নদীর নাই কিনারা সে নদীর দারুণ জল।
এ নদীর নাই রে তল-২
নদীর ঢেউএর সাথে বাড়াবাড়ি
ঢেউএর লাগে আড়ি হায়
ঢেউএর সাথে লুকোচুরি
ঢেউচিনিতে জীবন যায়
ঢেউএর সাথে ভালবাসা ভালবাসায় রসাতল
এ নদীর নাই রে তল।
নদী না যাইও রে মাঝি, এ নদীর নাই রে তল
এ নদীর নাই কিনারা সে নদীর দারুণ জল।
নদীর জলে দারুণ মায়া
জলের নাইরে সিমানা
এই না জলে প্রেমের মরণ
জলের নাইরে ঠিকানা
জলের সাথে বসতবাড়ি জলেই জীবন হয় বিফল
এই নদীর নাইরে তল।
নদী না যাইও রে মাঝি, এ নদীর নাই রে তল
এ নদীর নাই কিনারা সে নদীর দারুণ জল।
এ নদীর নাই রে তল-২


(গীতি কবিতা)
স।২/৫