ওরা আসবে।
ওরা আসবে একদিন।
ওরা আসবে কোনদিন মৃত্যুসাগরের ওপার থেকে।
মহাকালের অতিন্দ্রীয় বায়বীয় বাহনের পাখায় ভর দিয়ে।
ঐন্দ্রজালিক কল্পকাহিণীর মতো।
যখন পৃথিবীর আত্নারা সব ঘুমিয়ে পড়বে।
ঘুমিয়ে পড়বে হয়তো চীরদিনের জন্য।
পরম পরাবাস্তবতার মুখোমুখি হবে যখন আত্নারা সব।
যখন মরনের মরন হবে চীরকালের জন্য।
পৃথিবীর কবরগুলো যখন জীবন্ত হয়ে উঠবে আবার।
যখন শশ্নানগুলো আবার জেগে উঠবে।
মহাকালের সাগর সাতড়িয়ে সাতড়িয়ে।
ওরা আবার ফিরে আসবে।
হয়তো কোন অন্ধতমসাবৃত কালযামিণীর জড়ায়ুপ্রকোষ্ঠ ছিঁড়ে।
ওরা আসবে।ওরা আসবে।
হয়তো কোনদিন।
১৮/২৬
১৫.৫.১৯