ও‌ঠো দাবানল


ওঠো দাবানল বুকের ভিতরে চারিদিক ফেলো ঘিরিয়া
ওঠো দাবানল বুকের ভিতরে হৃদয় আকাশ চিরিয়া।
ছোটো দাবানল বুকের গহিণে সুখের জমিনে তোল ঝড়
ক্ষুদ্র-স্বার্থ-সুখ,র চিহ্ন শুষাইয়া তোল অন্তর।
এ আকাশ থেকে অন্য আকাশে বেড়াও মাতিয়া ছুটিয়া
উল্কার বেগে, ধুমকেতু তেজে হৃদয় আকাশ টুটিয়া।
ওঠো দাবানল বুকের মধ্যে মহাকাশ ফেলো ছাপিয়া
নীহারিকা থেকে ছায়াপথ ছুঁয়ে বেড়াও ভিষণ দাপিয়া।
হৃদয়-জমিন-আকাশ-অগ্নি হয়ে থাক একাকার
হিংস্র সর্প-স্বাপদ-শকুন হয়ে যাক ছারখার।
সকল বুকের হিংস্র দানব অগণিত পরিমান
তোমার ভিষণ অগ্নি দহনে নিমেষেই হোক ম্লাণ।
পৃথিবীর সব নিপীড়িত মনে উঠুক আগুণ জ্বলিয়া
পৃথিবীর সব অত্যাচারীর আসন পড়ুক খুলিয়া।
আগুণের তাপে, হৃদয়ের শাপে অশুভের পরাজয়
দেশে দেশে আর দিকে দিকে হোক শুভ শক্তির জয়।
সভ্যতাগ্রাসী মানবতানাশী দানবের হোক ক্ষয়
প্রার্থণা হোক সকল প্রাণের শুভ শক্তির জয়।
         ১০/৪০