আমার শ্বেতবর্ণের পটভূমিতে
অভিমানি শব্দশিশুরা সব
বিরতিহীণ কান্নার জোয়ারে ভাসে।
শব্দশিশুর আয়তাকার জমিনে
প্রবঞ্চিত বর্ণমালাগুলো
অনাথ শিশুর মতো,
টোকাই শিশুর মতো হাসে,
বেদনার আনাগোনা বাতাসের দীর্ঘশ্বাসে।
পান্ডুর অবয়ব অভিমানি শব্দমালার
অপুষ্টি আশির্বাদে অতিশীর্ণ মুখখানা তার।
জীর্ণ শরীর জুড়ে জীবাণুর সুখের আশ্বাস
মৃত্যু আলিঙ্গনে জীবনের ঘৃন্য বসবাস।


ক।৫৩/২৩