আমি ঝরনার কাছে শিখেছিলাম কেমনে কাঁদতে হয়
পাহাড়ের কাছে শিখেছি কিভাবে বক্ষ বাঁধতে হয়।
আমি শিখেছি বুকের আগুণ কিভাবে যতনে রাখতে হয়
হাজার বছর সাহসে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়
পিতার মতন সন্তানগুলো বুকেতে রাখতে হয়
আমি ঝরনার কাছে শিখেছিলাম কেমনে কাঁদতে হয়
পাহাড়ের কাছে শিখেছি কিভাবে বক্ষ বাঁধতে হয়।
পাহাড়ের কাছে শিখেছি আমি যে ধৈর্য্যের শিক্ষা
মানুষের সাথে মানুষের মাঝে বাঁচিবার দিক্ষা
আকাশের কোলে বীরের মতন মাথাটা রাখতে হয়।
আমি ঝরনার কাছে শিখেছিলাম কেমনে কাঁদতে হয়
পাহাড়ের কাছে শিখেছি কিভাবে বক্ষ বাঁধতে হয়।


১/৩৫
গীতি কবিতা