(গীতি কবিতা)


যা পাখি যা দুরে যা, যা পাখি যা উড়ে যা
এই খাঁচা ভেঙ্গে উড়ে যা
যা পাখি যা দুরে যা, যা পাখি যা উড়ে যা।
ঐ বন,পাহাড়ের সিমানা ছেড়ে
ঐ নিল আকাশের সিমানা ছুঁয়ে।
যা পাখি যা দুরে যা, যা পাখি যা উড়ে যা
যেখানে আছে তোর প্রিয় সাথি
পথ পানে চেয়ে আছে দিবা রাতি।
সেখানে নিমেষেই যা চলে যা
এইখানে আর কভূ ফিরে এসো না।
যা পাখি যা দুরে যা, যা পাখি যা উড়ে যা
এই খাঁচা ভেঙ্গে উড়ে যা।
      
         (সঙ্গিতে রূপায়িত)