সবুজ বরণ পাখিরা আমার
উড়ে চলে যায়
স্বর্নালী মায়াবী অধরা স্বপ্নশিশুরকান্না
তাদের চোখে,তাদের বুকে।
মোহন বাঁশরির সুরেলা শোভিত কণ্ঠ তাদের শ্যামলা হৃদয়ে
তারা উড়ে চলে যাচ্ছে কোন এক বর্নিল দ্বিপে।
তারা স্বপ্ন দেখে
বর্নালী দ্বিপের স্বপ্ন
মায়াবী স্বপ্ন।
কালের  নিষ্ঠুর আচমকা দমকা বাতাসে উড়ে যায় তাদের পালক।
একটা একটা করে খসে পরে যায় শুধু
ধুসর, নিলাভ মৃত্তিকায়।
কালাগ্নি হাওয়ায়  তাদের দেহের আপেক্ষিক শক্তি কমে যায়
দেহতরির ওজন বাড়তে থাকে কেবল
তারপর সেই বর্নালী পালকগুলো
খসে পড়তে পড়তে পড়তে একদিন
পাখিরা আমার পালকশূণ্য হয়ে যায়
সবুজ বরণ পাখিদের মায়াবী পালক হারিয়ে যায় সব।
বিমর্ষ চোখে অসহায় পাখিরা
এদিকে সেদিকে তাকায় কেবল
চোখের কোনায় দুই টুকরো জলের কণা
চিকচিক করতে থাকে
তাদের  স্বর্নালী পাখার পালকগুলো আর নেই।
এই সব পালকবিহীণ নিঃসঙ্গ পাখিরা
যারা মাটিতে পরে আছে ডানাভাঙ্গা নির্জীব টিয়া পাখির মতো
উন্মুক্ত খাঁচায়
তারা কি আর উড়তে পারবে না কোনদিন
তারা কি আর ভাসতে পারবে না কোনদিন
ঐ সীমাহীণ আকাশে।
৪৬/৩৮