পাপী বান্দা
        ( গীতি কবিতা)
পাপী এ বান্দা নিরলে করে মোনাজাত
চোখের পানি বাধা না মানে,
কাঁদিছে তুলি দুই হাত
পাপী এ বান্দা নিরলে করে মোনাজাত।
আঁধারে বসিয়া করিছে মিনতি
হাশরে আসিয়া হবেরে কি গতি
কেমনে কুল পাই কানাকড়ি নাই
ক্ষমা করো অপরাধ
পাপী এ বান্দা নিরলে করে মোনাজাত।
নামাজ না পড়ি দিন যে হলো শেষ
রোজা না করি জীবন গেল বেশ
সত্য ছাড়িয়া মিথ্যা ধরিয়া
আসিল বড় অবসাদ।
পাপী এ বান্দা নিরলে করে মোনাজাত
চোখের পানি বাধা না মানে
কাঁদিছে তুলি দুই হাত
পাপী এ বান্দা নিরলে করে মোনাজাত।
        (সঙ্গিতে রূপায়িত)