সবুজের মাঝখানে আমি আজ পাও বাড়ালাম
চলতে চলতে পথে কতবার থমকে দাঁড়ালাম।
মাথার উপরে একি! ঘননীল বড় আসমান
তার পটে আঁকা আছে সাদা সাদা মেঘ ভাসমান।


দূর পানে চেয়ে দেখি শ্যামলা শ্যামলা ছোট গ্রাম
মিতালি মিতালি মনে তার পানে হাত বাড়ালাম।
আছে কারা দাঁড়িয়ে হাতখানা আজি  বাড়িয়ে
পাথারের মাঝখানে বোকা লোক আছে দাড়িয়ে।


পাথারের মেঠো পথে যাই দেখি একি শ্যামলিমা
পথ চেয়ে বসে আছে গাঁয়ের মমতাময়ী মা।
দূরের পথের পাশে সারি সারি গাছগুলো আছে
নির্জন এ পাথারের পথিকটা পা বাড়িয়াছে।


৫০/৩