একা একা বসে আছি পথের ধূলে
তুমি এসে কখন আমায় নেবে তুলে।
চোখে আমার আলো যে নাই দেখি কেমনে
অন্ধকারে ঘোর কালো দেখি নয়নে
জীবনের এই পাতা শুধু ভরা ভূলে
তুমি এসে কখন আমায় নেবে তুলে।
একা একা বসে আছি পথের ধূলে
তুমি এসে কখন আমায় নেবে তুলে।
এই আঁধারে ভূলের মাঝে কে আর দেবে দেখা
বড় আশায় পথের পারে বসে থাকি একা
কে আর আছে তুমি ছারা জীবনে আমার
পাপ ও তাপের ভব নদী তুমিই কর পার
পাপ ও তাপের  বিশাল নদীর এই যে অকুলে
তুমি আমার দু হাত ধরে নেবে তুলে
আমায় প্রভূ ফেলে রেখে যেও না ভূলে
তুমি আমার দু হাত ধরে নিও তুলে।
একা একা বসে আছি পথের ধূলে
তুমি এসে কখন আমায় নেবে তুলে।
একা একা বসে আছি পথের ধূলে
তুমি এসে কখন আমায় নেবে তুলে।
৩/১১
গীতি কবিতা।