খাঁচার পাখি উইড়্যা গেলে
সে কি ফিরে আসে আর
নদীর পানি শুইক্যা গেলে
জোয়ারে কি ভাসে আর।
ও ও ও ও ও ও ও ও ও
বসন্ত ফুড়ায়ে গেলে
কোকিলা কি ডাকে
জীবনকলি ঝইড়্যা গেলে
সুরভি কি জাগে।
বন্ধু যদি ফিরিয়া যায়
জীবনে কি থাকে আর
দিনের আলো নিইভ্যা গেলে
থাকেরে যে ঘোর অান্ধার
ও ও ও ও ও ও ও ও ও
খাঁচার পাখি উইড়্যা গেলে
সে কি ফিরে আসে আর
নদীর পানি শুইক্যা গেলে
জোয়ারে কি ভাসে আর।
কাঁচের চুরি ভাইঙ্গ্যা গেলে
মূল্য কি আর থাকে
চোখের আলো নিইভ্যা গেলে
পথের মায়া জাগে
মনের মধু দিনে দিনে
তিতা হইয়া গইল্যা যায়
প্রাণের বধু অভিমানে
যদি কভূ চইল্যা যায়
খাঁচার পাখি উইড়্যা গেলে
সে কি ফিরে আসে আর
নদীর পানি শুইক্যা গেলে
জোয়ারে কি ভাসে আর।
ও ও ও ও ও ও ও ও


স।৩/৩৬


(গীতি কবিতা)