পলিথিন ছড়িয়ে যাচ্ছে সর্বত্র।
এখানে বিছানার তোশকের নীচে, খাটের কর্নারে, ঘরের কোনাকাঞ্চিতে।
মনোহারি দোকানে,খাবারের হোটেলে, বড় শপিংমল, মাছমাংসের দোকান,শব্জির দোকান,ফলের দোকানে।
পাড়া,মহল্লা,গ্রাম,শহর সর্বত্র এখন পলিথিনের জামাই কদর।
পুকুর, রাস্তার নর্মদায় আর জমির পলিমাটিতে,।
আমাদের সোনালী আশ হারিয়ে যাচ্ছে।
ওটা এখন মিউজিয়ামের কৌতুহলী দর্শকদের উপকরন।
জীবন হয়ে যাচ্ছে পলিথিনময়।
ওরা অক্সিজেন প্রচারবিমূখ, বিষ ছড়িয়ে দিচ্ছে সবখানে।
পলিমাটির উর্বরতা কেড়ে নিয়ে যাচ্ছে ওরা।
প্রজনন ক্ষমতা হারিয়ে মাটি হয়ে যাচ্ছে বন্ধ্যা নারী।
জীববৈচিত্র্যতা কমে যাচ্ছে দিনের পর দিন।
পলিথিনের নির্যাস ঢুকে যাচ্ছে দেহের কোষের মধ্যে।
এইসব পলিথিনময় জীবন থেকে আমাদের কবে মুক্তি হবে?
আমরা চাই পরিশুদ্ধ অক্সিজেন। সুনির্মল বাতাস।
চাই না পলিথিনময় জীবন।


৪৫/৪০
১৬/৫/১৯