আগুণ লেগেছে পূবের বাজারে আগুণ লেগেছে আগুণ
    পুড়ছে দোকান, সুগন্ধি আর দোকানের যত চাল।
    পুড়ছে সাবান, আগরবাতি, তেল, মসলার ডালি
    প্রসাধনী আর পুড়ছে লবন, বুট, মশুরের ডাল।


    আগুণ লেগেছে পূবের বাজারে আগুণে পুড়ছে মানুষ
    আগুণে পুড়ছে আরশোলা আর টিকটিকি দম্পতি
    পুড়ছে পুরোনো হেরিকেন আর চাচার জায়নামাজ
    তসবির দানা, দাড়িপাল্লা, দেশলাই সাদা চুপি।


  
    আগুণ লাগলো এক টোকাইএর বুকের মধ্যখানে
    আগুণ ছোঁয়ালো সেই টোকাইএর সুখের মধ্যখানে।
    কি আগুণ ছিল বুকের মধ্যে কেউতো দেখেনি ভাই
    এ আগুণ  এসে সেই আগুণেরে পুড়িয়ে করলো ছাঁই।


    আগুণে পুড়লো ঘরছাড়া এক পাগলের সংসার
    যার চিৎকারে ঘুম ভেঙ্গে যেতো ছোট আর বড়দের
    আগুণের দাহে পাগলটা আজ জ্বলে পুড়ে অঙ্গার
    বড় বাজারের প্রাণ যত হল শশ্নান আর কবরের।
    
      ৮/ ৭।।..১৫