এখানে একলা আামি বিজন পাথার
        এখানে জীবন হাসে কি দারুন সুখে!
        সময়ের রথচক্র ক্লান্ত ছবি এক
        এখানে প্রাণের ভাষা অতি সাধারন।


        আকাশ মাটির সাথে চলে অভিসার
        নিখাত প্রেমের বাণি নিরবেই বলা
        নিঃশব্দে বয়ে চলে বায়ুর নিঃশ্বাস
        এখানে থামিয়া আছে জীবনের চলা।
        
        সুখ দুঃখ জীবনের হয়ে একাকার
        চিরকাল মিশে আছে এ পাথার জুড়ে।
        চোখ জুড়ে স্বপ্ন নামে নেমে আসে ঘোর
        মিশে যাচ্ছে নীলিমায় ঐ সুদুরে।


        এখানে বিরান ভুমি সীমানা সুদুর
        এখানে লগ্ন আছে ধীর মহাময়।
        প্রান্তরের পদপ্রান্ত মহাকাব্যময়,
        নিসর্গ নৈবেদ্য রাখে চরনে প্রভুর।।


      ১/৫......১৪