ক্ষমা নেই তোমাদের যারা চাও পৃথিবীতে
        হিংসা আর হানাহানি।
        ক্ষমা নেই তোমাদের যারা দাও এই খানে
        রক্তের আল্পনা টানি।
        তোমরাতো চাচ্ছোই পৃথিবীর মাটি হোক
        শ্বাপদের অভয় অরন্য
        তোমরাতো চাচ্ছোই মানুষের শ্বাস থাক
        দাস রুপে বাঁচবার জন্য।
        ক্ষমা আর হবে নাতো তোমাদের হাতে আছে
        নারী আর শিশুদের রক্ত,
        কিছুতেই ক্ষমা নেই তোমাদের নিঃশ্বাসে
        বুক হল প্রেমহীন, শক্ত।
        যারা চাও মানুষের হৃদয়টা মরে যাক
        পুজি দিয়ে কেনা কিছু পণ্য
        পৃথিবীর মাটি থাক অপরাধে ভরপুর
        তোমাদের স্বার্থের জন্য।
        পৃথিবীর মাটি হোক মানুষেরই বাসভূমি
        চাইনাতো নাগিণীর নিঃশ্বাস
        জাতি আর ধর্মের বর্ণের মাঝে থাক
        শ্রদ্ধা আর বিশ্বাস।
        খোদার শ্রেষ্ঠ জীব শান্তিতে বেঁচে থাক
        মনে থাক দয়া, প্রেম অনুরাগ
        শিক্ষায় শান্তিতে পৃথিবীর মাটি আজ
        ফুল আর ফসলেই ভরে থাক।
        তবুও তোমরা যারা শক্তির পুজো করো
        বুক ভরো ঘৃনা আর হিংসায়
        মানুষের পৃথিবীতে তোমারা ঘৃনাই পাবে
        তোমাদের ক্ষমা নেই ক্ষমা নেই।
৭/৩৬......১৫