শহীদ ছেলের গান
    


ভোরের পাখি কতই ডাকি! কোথায় তোমার গান?
     কোথায় তোমার ভিষণ কলতান?
     উঠুক তোমার কণ্ঠে জেগে বল্গাবিহীণ ঝড়ের বেগে
     ঘুম ভাঙানোর তান।
     কণ্ঠে তোল শহীদ ছেলের গান।
     ঘুমঘুমঘুম রাতের কোমল বুকে
     আছে যারা অলস আরাম সুখে
     তাদের কর্ণকূহড় মুখে শোনাও ঝড়ের বাণ
     কণ্ঠে তোল শহীদ ছেলের গান।
     স্বপ্ন যারা দেখছে সুখে সুখে
     ঘুমের ঘোরে মরছে ধুকে ধুকে
     ঘুম ভেঙে আজ দেখুক তারা জীবন ওদের ম্লান।
     ঘুমের ঘোরে জীবন গেল জীর্ণ হল প্রাণ।
     তাদের শোনাও শহীদ ছেলের গান।
     ভোরের পাখি বজ্র আনো আঘাত হানো সুখে
     দেশের এবং দশের তরে মরন আনো বুকে।
     ছিন্নমূল আর এতীম যারা সর্বহারার দল
     তাদের বুকে সাহস আনো চক্ষুতে অনল।
     ভোরের পাখি শোনাও তাদের বাণ
     শহীদ ছেলের গান।
     দেশের তরে অনায়াসে দিয়ে গেল প্রাণ!
     আমরা যারা বেচে আছি বহাল তবিয়তে
     সুখের জীবন ভাসিয়ে গেলাম বল্গাবিহীন স্রোতে।
     জীবন জীবন করতে গিয়েই জীবন করি ক্ষয়
     দেশপ্রেমিকের পোশাক পরে করছি অভিনয়।
     ভোরের পাখি তাদের কানে তীব্র করো তান
     তাদের কানে আবার শোনাও শহীদ ছেলের গান
     তীব্রস্বরে শোনাও আবার শহীদ ছেলের গান।


                                            রংপুর। ২/৩৮