তুমি যদি হও কোন নদী এক সাপের মতন
    একে বেকে চলে যাচ্ছো কোন এক অজানার দেশে
    তোমার চলার গতি বড় মধুময় আর বড় ছন্দময়
    সাগরের বুকে এসে মিশে যাও তুমি অবশেষে।
    আমি এক নিদারুন অচল মূর্খ অতি নিরেট পাহাড়
    মুখে নাই ভা্ষা আজ শুধু আমি চেয়ে চেয়ে থাকি
    তোমার চলার পথে শুধু অকারন
    আমার দৃষ্টিখানি মেলে দিয়ে রাখি।
    তুমি চলো অভিসারে সাগরের বুকে রাখো বুক
    আমি থাকি তন্দ্রাহীণ, ক্লান্তিহীণ দুই চোখ মেলে।
    আমার নিরেট বুকে ঢেউ ওঠে শুধু অগোচরে
    আমার নিরেট বুকে ঝড় ওঠে ঝড় যায় চলে।
    সমস্ত প্রহর জুড়ে শুধু করে বাস
    বিরামবিহীণ কোন সুদীর্ঘশ্বাস
    আর চৈত্রবাতাস।
    কারাবন্দি স্বপ্নগুলো বুকের ভিতর শুধু চিৎকার করে
    আমার নিরেট বুকে কতক আগুণ শুধু নড়ে আর চড়ে।
    অবাক প্রাচীণ আমি তোমার চলার পথে চেয়ে চেয়ে থাকি
    তুমি যে বয়েই চলো আমার এ নির্ঘুম আখি
    হাজার বছর ধরে তোমাতেই রাখি।
    আর শুধু ছবি আকি।
    হাজার বছর ধরে চেয়ে চেয়ে থাকি।


                                 ১/২০