অনেক খুজেছি আমি তারে
         বিজন পথের কোন ভিন্ন অভিসারে
         যে পথ হারিয়ে গেছে সীমান্ত পেরিয়ে
         যে পথ ছাড়িয়ে গেছে শতাব্দী এড়িয়ে।
         যে পথে পথিক যায় ফিরে না তো আর অবশেষ।
         সেই মেয়ে ভুল করে কোথায় যে চলে গেল
         কোন নিরুদ্দেশে।
         আবার ফিরেছি তাই সন্ধ্যার পারে
         যেখানে ঘনিয়ে আসে রাতের দিঘল কালো রেখা
         পথভুলে ভুলপথে ঘুরে মরি যদি তার পেয়ে যাই দেখা।
         মনে হয় সেই মেয়ে আছে কোন কৃষকের ঘরে
         মনে হয় সেই মেয়ে এখনও রয়েছে কোন বিজন প্রান্তরে।
         খুজে খুজে ফিরে আসি হৃদয়ের পুরে
         দিন রাত্রি খুজে মরি কোথায় সে থাকে কত দুরে।
         এখানে পথের কোন বাকে
         উদাস পথিক শুধু চেয়ে চেয়ে থাকে।
         দিগন্তের শেষ কোন প্রান্তরের পথে
          যেখানে রবির ছবি ম্লাণ হয়ে আসে কোন তটিনির তটে।
         খুজেই যাচ্ছি আমি একা
          কোথায় সোনার মেয়ে কোথায় যে তার বাস
          কোথায় রয়েছে তার রেখা।
          ক্লান্ত পথিক আমি আসলাম আবার ফিরে
          খুজে পাই তারে অবশেষে
          এক বিন্দু নয়নের নীরে।


         ৩/১।