আর নয় আজ বেলা হল ঢের, এইবার তবে উঠি
     এই গল্পের হবে না তো শেষ, শেষ হবে যত ছুটি।
     সবগুলো ছুটি যদি করি জড়ো এক, দুই, দশ মাস
     একটানা শুধু বলেই চলব মিটবে না তবু আশ।
     বাকি রয়ে যাবে অনেক কথার অনেক ব্যথার ঋণ
     বলতে গেলেই চোখে ভেসে ওঠে রক্ত ঝরানো দিন।
     এই দিনগুলো বোবা হয়ে যায় ঐ দিন এলে পরে
     এই দিন গুলো শোক হয়ে যায় হৃদয়ে রক্ত ঝরে।
     বলতে গেলই মুখ হয় বোবা ভাষা হয় পথভুলো
     রক্ত ঘামের কথাহীন পথে পরে থাকে ব্যথাগুলো।
     কি আর আকব বুকের রক্তে দুখিনি মায়ের ছবি
     কি আর লিখব হাতের পেশীতে আমি যে ব্যর্থ কবি।
     একটি সাগর রক্তের দামে এ দেশের মাটি কেনা
     লাখো যোদ্ধার প্রাণের পণ্যে কিনেছি তবুও দেনা।
     এই কাহিণীর হবে নাতো শেষ যদি লিখি মহাকাব্য
     শোনো ছেলে মেয়ে সাবধানে শোনা সহজে এ নয় শ্রাব্য।
     তার চেয়ে থাক যদি পেয়ে যাই হাজার দিনের ছুটি
     আমার প্রয়াস থাকবে সে দিন আবার বাধবো জুটি।।


                   রংপুর, ২/১০,,১৫