এই সেই ছোট শান্ত ছবি,
      এই সেই ছোট বালুচর
      এখানে রয়েছে মিশে অবোধ শৈশব
      আমার দুরন্ত বেলা আমার কৈশোর।                            
      এই শান্ত ছোট বালুচর, থেমে আছে যেন এক চিত্র যেমন
      কোলে তার নদী বয়ে যায় ঠিক যেন সাপের মতন।


      মাছরাঙা কোয়েল আর আরো কত পাখিদের গান
      স্বপ্ন আমার জেগে ওঠে
      স্মৃতির উজানে ধরে টান।
      স্মৃতি নদী  ভেসে চলে যায়
      ভেসে যায় কতশত শৈবালের দল
      স্মৃতির নদীটা শুধু ভেসেই চলে কথাঢেউ ডাকে কলকল।
      এই শান্ত ছোট বালু চরে আমার খেলার সাথি আছিল যে কত
      আমার খেলার সাথী আজ আর নেই
      কেউ যেন হয়ে গেছে গত।
      অনেকেই আজ বেচে নেই হয়তবা কেউ বেচে আছে
      এখন কোথায় তারা আজ, ব্যস্ত কি জিবনের কাজে?
    
      শিশুকাল কবে চলে গেল, কৈশোরও কবে হল শেষ
      পাড়া গা'র দুরন্ত যৌবন, সেও যেন হবে নিঃশেষ।
      বালুচর ডেকে নিল কেন আজ এই অবেলায়
      জীবন তো চলে গেল হেলায় ফেলায়।
      তাই আজ শব্দহীণ মলিন সন্ধ্যায়
      বালুচরে দেখছি যা স্মৃতিময় আর স্বপ্নময়।


      শিয়রে নদীর মায়াজল আমার দিকেই যেন তাকিয়ে আছে
      ইশারায় কি যে কথা বলছে আমায়
      টানছে যে বুকের কাছে।
      সেও কি আমার মতো স্মৃতিমগ্ন আজ?
      জীবন চলার পথে হয়েছে উদাস।
      ক্ষীণ স্বরে বলছে যে বন্ধু আমায়
      এত দিনে মনে হল? এই সন্ধ্যায়?
       ২/৪........১৫