পৃথিবীর মাটির উপর দিয়ে আমি অনেক হেটেছি
বহুদিন ধরে, বহুবছর ধরে, বহুযুগ ধরে, বহু শতাব্দী ধরে।
হাটতে হাটতে হাটতে হাটতে আমার পাদুটো বোধ হয় পাথর হয়ে গেল।
এখানে আমি একজন প্রাচীণ পর্যটক।
মেসোপটেমিয়া থেকে ইথিওপিয়া,
চীণের মহাপ্রাচীর থেকে জুরাসিক পার্কে।
পিকাসোর হেলানো মন্দির থেকে মিশরের পিরামিড।
নির্বিঘ্নে হেটে চলে যাই আমি।
কত পথিক, বন্ধু, প্রেয়সী আমাকে মায়ার বাঁধনে বাঁধতে চেয়েছিল।
পথের মায়া আমাকে কোথাও বসতি গড়তে দেয় না।
তাই আমি হেটেই যাচ্ছি।
অচেনার সঙ্গে মিতালি হবে হবে তাই
অজানায় আমার মিলন হবে তাই।
কত শহর অতিক্রম করে, কত পাহাড়, উপত্যকা।
কত সাগর পার হয়ে কত গ্রামাঞ্চল।
কত মরুভূমির সীমানা অতিক্রম করে কত মহাদেশ।
আমার দেশের নাম পৃথিবী।
আমার দেশকে আমি আমার মতো করে দেখে যেতে চাই।
অনন্তকাল ধরে।
৪৬.১.
১৬.৫.১৯.