পৃথিবীর পেটের ভিতর
কোটি কোটি বছরের পুরোনো খাবারগুলো নিয়ে
কত  যে হচ্ছে কাড়াকাড়ি
জ্বলন্ত খাবারের পোরান্ত ভাগারের ভাগাভাগি নিয়ে
অনেক হচ্ছে বাড়াবাড়ি।
পৃথিবীর উচ্ছিষ্ট খাবারের মালিকানা নিয়ে
ছোট আর বড়দের হয় আড়াআড়ি
জাত ধর্ম ভূলে গিয়ে মুখোশটা খুলে দিয়ে
জাতি আর উপজাতি হয় ছাড়াছাড়ি।
রাজকোষ ভরানোর প্রমত্ত এই সব নিষ্ঠুর নগ্ন খেলায়
চন্ডালে কোষটানে পৃথিবীর পেটখানা চিড়ে
পৃথিবীর শরীরের রক্ত মাংসখানা ছিঁড়ে।
পাকস্থলি যন্ত্রের ছোটবড় অন্ত্রের নাড়ি ভূড়ি টেনে ছিঁড়ে আনে
কত যে রক্ত ঝরে পৃথিবীর বুক থেকে কেউ তার খবর না জানে।
মানুষেরা পৃথিবীর বুকের মধ্যে গড়ে বহ্নি গহ্বর
মানুষেরা গড়ে তোলে শূন্য কবর।
দিনে দিনে বাড়ছেই কষ্ঠের উঞ্চ বাতাস
ক্ষনে ক্ষনে ছাড়ছেই পৃথিবীর হৃদয়ের সুদীর্ঘশ্বাস।
প্রবীণ এ পৃথিবীটা কেঁপে ওঠে বারবার তোমরা তা কখনো বোঁঝনি
হৃদয়ের নাড়ি ছেঁড়া কষ্ঠেরা ঘুমে আছে কেউ তা খোঁজনি।
ছাইচাপা আগুনের আড়ষ্ঠ অভিমান দিনে দিনে বাড়ছেই শুধু
সাধুসব এইবার হও সাবধান
নয়তো বা কোনদিন পৃথিবীর বুক ফেটে হবে খানখান।
   ২৮/।।।..