বিশ্ববিবেক অন্ধ হয়েছে দেখতে পায় না কিছু
অথবা উহারা মানুষ হয় নি রয়েছে অবোধ শিশু।
চোখ খানা দিয়ে দেখতে পেলেও বোঝে না উহার মানে
রোনাজারি আর ভিরু চিৎকার শুনতে পায় না কানে।


দানবেরা এসে জ্বালিয়ে দিচ্ছে কত ঘর কত বাড়ি
পুড়িয়ে মারছে কত শিশুদের পুড়িয়ে মারছে নারী।
অনাহারে মরে মানুষ এখানে দেখতে পায় না কেউ
পুঞ্জিত ব্যথা হৃদয় সাগরে দুই চোখে আনে ঢেউ।


মাতৃৃভূমির মায়ের আঁচলে ওদের হয় না ঠাঁই
জন্ম ওদের ভূল হয়েছিল মরন ওদে৩পর ভাই।
বিশ্ববিবেক অন্ধ এখন দেখতে পায় না কিছু
চীরনিদ্রায় শায়িত রয়েছে কসাইখানার যীশু।


অনাহারে মরে মানুষ এখানে নিজ ঘর হল পর
কোথায় রয়েছে বিশ্বমোড়ল কোথায় মাতব্বর।