আজ আমি কথা বলব।
অনেক অনেক কথা বলব।
এতোদিন চুপ করে দেখলাম।
মানুষকে দেখলাম।
মানুষের মুখোশ দেখলাম।
মানুষের ভিতরের মানুষকে দেখলাম।
মানুষের ভিতরের অমানুষকে দেখলাম
এতোদিন  চুপ করে ছিলাম বলে ওরা ভেবেছে
আমি কিছু জানিনা
আমি কিছুই বুঝিনা।
আমি একজন মেরুদন্ডবিহীণ মানুষ।
তাই ওরা আমাকে পুতুলের মতো বসিয়ে রেখেছে
ওরা দিব্যি মেলা বসিয়েছে।
তাই আজ থেকে আমার কথা বলা শুরু
আজ থেকে শক্ত হাতে শুরু করলাম প্রতিবাদ।
দৃঢ় প্রতিবাদ।
৫১/৩৫