এ দেশ সুন্দর তুমি
আমার পুণ্যভূমি
পূর্ণ করো আমার জন্মভার
তোমার সে রূপের আলো
দূর করে মোর সকল কালো
এ আলোয় দূর সবার সকল অন্ধকার।


তোমার তরূর তলে
বসে থাকি মায়ার ছলে
ভূলে যাই তনুমনে ক্লান্তিরঅবসাদ।
অন্তরে সারাক্ষণ
মমতারই প্লাবণ
খুশীর জোয়ারে মেটে জনমের সাধ।


দিয়েছো অমূল্য মণি
চাই না সোনার খণি
মানুষের মাঝে দিও ভাতৃ বন্ধন।
বুকেতে রাখিয়া বুক
পাই যেন স্বর্গসূখ
জীবনে আমার সে তো অমৃতের ধন।


চীরদিন যেন থাকি
ধূলো মাটি অঙ্গে মাখি
সখাগন সাথে মিশে করে যাই খেলা
তোমার নদীর বুকে
ভেসে যাই সুখে দুঃখে
পরম আনন্দে আমি ভাসাই ভেলা।


তোমার মধুর বায়
অঙ্গ মোর জুড়ায়
দুঃখ তাপ ভূলে যাই জুড়াই নয়ন
কি যাদু আছেরে মাখা
তোমার ও দেহে আঁকা
চেয়ে থাকি আনমনে দোলে তনুমন।