আমি মানুষ চেয়েছিলাম
এতজন পরিপূর্ণ মানুষ।
পূর্ণচন্দ্রের মতো পরিপূর্ণ রূপ যার
একশতভাগ মানুষের মুখশ্রী তার
মায়াবী আলোয় উদ্ভাসিত যার কোমল অবয়বে ফলবতি বৃক্ষের প্রতিচ্ছায়া।
মৃগনাভীর অতিন্দ্রীয় পেলবতার পরশ যার সুগন্ধিময় ব্যক্তিসত্বায়।
বৃক্ষলতা, তরুরাজি, আর পিপীলিকাপ্রজাতিরা  যাকে ছালাম জানায়, কুর্ণিশ করে
যাকে আশির্বাদ করে দু'হাত তুলে
হৃদয়ের অন্তকেন্দ্র হতে শুভ কামনা জানায়
আমি সেই রকম একজন মানুষ চেয়েছিলাম।
যার অক্ষিগোলকে মানুষের প্রতিবিম্ব অসমান হয় না।
জাতি, ধর্ম, বর্ণভেদের বিষে যে বিভক্ত হয় নি কোন দিন।
রিক্সাওয়ালাকে যে ছালাম জানায় তার পবিত্র জীবিকার জন্যে
বম্তিবাসীর বকুল ফুল কূড়ানো মেয়েটাকে মাথায় হাত বুলিয়ে আদর করে, আশির্বাদ করে যে।
সামাজিক প্রতিপত্তিকে অবজ্ঞা করে
ক্ষমতার চেয়ারকে অনুগ্রহ করে যেই জন
সৃষ্টিজগতের কল্যাণ চিন্তায় যে মগ্ন থাকে সর্বক্ষণ।
ইশ্বরের অনুকম্পার স্পষ্ট আবির্ভাবে মহামানবের ব্যক্তিত্বের ষোলয়কলায় যে টইটুম্বুর।
আমি সেই রকম একজন মানুষ চেয়েছিলাম
সেই রকম একজন মানুষের দিব্যদৃষ্টির প্রত্যাশায়
আমি আজীবন প্রতীক্ষায়।
৪৬/২৮