এ কেমন অন্ধকার নেমে এলো পৃথিবীর পথে
যাহাদের হৃদয়ের নিশাচর জেগে থাকে শ্বাপদ যেমন
তাহারাই হয়ে থাকে সুপথের রাজা মহারাজ
তাহারাই বেঁচে রাখে বাঁচিবার আশা কোন মতে।


যাহাদের দু'চোখের রেটিনার আঁকা আছে শিল্পের সোপান
সুন্দরের সৃষ্টিকলা মেলে আছে চীরকাল পাখা শতদল
যাহাদের হৃদয়ের করুণার ঝর্নাধারা সদা বহমান
শতগ্রন্থি বেঁধে রাখে শতপাকে তাহাদের প্রকাশ সকল।


যাহাদের হৃদয়ের সরোবরে একবিন্দু করুণার আলোড়ন নেই
নেই তার অবতার, আত্বমানবতার লেশ মাত্র নেই পরিচয়।
শিল্পের ললিত জ্ঞান, বিবেকের প্রেমপূর্ণ বাণি
তাহাদের কাছে শুধু অর্থহীণ পরিহাসময়।


তাহাদের বিবেকের অন্ধকারে ঢেকে যায় পবিত্রনগর
হৃদয় ভেঙ্গেছে তারা মানুষের পৃথিবীতে নিদারুণ পাশবিকতায়।
তাহাদের কামনায় লজ্বায় মরিয়া যায় ইতরের মন
আমাদের কলমের পাকযন্ত্রে জমে আছে আবক্ষ রক্ত কহণ
আমাদের কলমের পাঁজরের হাড়ে লেখা আকণ্ঠ বজ্রকথন।