টুপটাপ টুপটাপ বৃষ্টির ছন্দ
ছন্দের অনুরাগে মনে কি আনন্দ
শিরশির মলয়েতে লাগল রে শিহরণ!
আবেশের অনুরাগে দুলদুল এই মন।


চাঁদ নেই আকাশেতে নির্ঘুম রাত্রি
ঘন ঘন ডাকছে যে ওপারের যাত্রি।
"খেয়াপাড়ে লোক নেই,  কোথা আছো মাঝি ভাই?"
থম থম পরিবেশ ওপারেতে সাড়া নাই।


মিন মিন সারাক্ষণ ঝি ঝি ডাকে চারদিক
জোনাকীর আলো শুধু পথের যে ঠিক।
মৌবনে শুধু শুধু ডাহুকি যে ডাকছে
মল্লীকা ছায়ানীড় স্বপ্নেতে ভাসছে।


মেঘবালা সাজে ঐ অলকের রূপেতে
কুন্ত্যল এলাইলো ধরণীর বুকেতে।
কালোকেশী এলোবেশী ভাসে ঐ আকাশে
মাঝি নাই এ পারেতে বসে আমি একা যে!