একাত্তরের ৭ই মার্চ রেসকোর্চ ময়দান
লক্ষ জনতা গেয়েছিল সেই দিন
বাংলার জয়গান।
জনতা নয়তো সাগরের ঢেউ ফেনাইয়া উঠেছিল
জনতা নয়তো মরুর ঝঞ্ঝা বহ্নি যে ফুটেছিল।
স্লোগানে স্লোগানে মুখর সে দিন মানুষের কলতান
মহাকবি এক আসবেন বলে অধীর অপেক্ষমান।
এমন সময় আসলেন কবি গাইলেন জয়গান
বিপ্লবী গানে মুখরিত হলো রেসকোর্স ময়দান
কবির গানের শিরোনাম ছিল, এবারের সংগ্রাম
কবির গানের মুলমন্ত্র, মুক্তির সংগ্রাম
কবির গানের সারসংক্ষেপ, "স্বাধিনতা সংগ্রাম"।
কবির কণ্ঠে লক্ষ কণ্ঠ সংগ্রাম সংগ্রাম।
কি আগুণ ছিল গানের মন্ত্রে রেসকোর্স ময়দানে
ময়দান থেকে ছড়াইয়া গেল বাংলার সবখানে।
রেসকোর্স থেকে আগুণ ছড়ালো শহরে,গঞ্জে, গ্রামে
সে আগুণ হলো মুক্তি নিশান সংগ্রামে, সংগ্রামে।