এসো গো দূরন্ত বায়ু এসো পথ ভূলে
এসো এই শান্ত উপকূলে।
এসো এই এলোমেলো তীরভাঙা ঢেউএর উপর
এসো এই হৃদভাঙা হৃদয়ের হৃদের উপর।
এসো এই উপকূলে বন্ধসব দিয়ে যাও খুলে
এসো এই হৃদয়ের শান্ত উপকূলে।
এসো বায়ু ছুটে এসো ঝড়ের মতন
নিমেষে লুটিয়া পরো বাঁধভাঙা হৃদয়ের ভগ্ন উপকূলে
টুটিয়া ছুটিয়া যাক জরাগ্রস্ত হৃদয়ের মায়ার বন্ধন।
এসো বায়ু, এসো ক্ষুব্ধ, এসো ছিন্ন হৃদয়ের কূলে
এ কূল, ও কূল জুড়ে প্লাবণ আসুক
শুস্ক, রুক্ষ এই চোখের নদী
হৃদয়ের কূলভাঙা জলেতে ভাসুক।
হৃদয়ের উপকূল জুড়ে
দশ্যু, মাতাল ঝড় এবারে ছুটুক
অলস হৃদয়কূলে ক্ষুব্ধ ঝড়ের খেলা মাতিয়া উঠুক।

  ক।১/৩৮