আমার হৃদয়ের রক্ত জমিনে
থরে ধরে ফুটেছিল রক্ত গোলাপ
তাই আমি তোমার ঐ হাতে দিলাম
করুণায়া তুমি ফিরিয়ে দিয়েছো
তোমাকে হাজার ছালাম।
আমার দিগন্তের যত অাছে লাল
আমি তোমাকেই দিতে চেয়েছি
আমার রঙিণ সব তোমায় দিয়ে আমি শূণ্য হয়েছি
তোমার সজ্বা হতে হৃদয় রক্তলাল দিয়েছিলাম
করুণায় তুমি ফিরিয়ে দিয়েছো
তোমাকে হাজারো ছালাম।
আমার আকাশের যত অাছে নীল
আমি তোমাকেই দিতে চেয়েছি
আমার গানের পাখি তোমায় দিয়ে আমি নির্বাক হয়েছি।
তোমার হৃদয় স্রোতে আমার হৃদয় মরু দিয়েছিলাম
করুনায় তুমি ফিরিয়ে দিয়েছো তোমাকে হাজার ছালাম।    
                             ২
রাত্রি এলো ঐ জ্বলে তারা
দিবসের আলো ঐ নিভে এলো
মায়াময়ী বাতাসে অামি দিশাহারা।
কোন আলো চোখে লাগল যে এসে
স্বপ্নপুরির দ্বার খোলে নিমেষে
প্রাণ কেন বিহ্বল পাগলপারা।
মধুময় এই ক্ষণ আজ হলো গীতিময়
প্রাণে আজ আলোড়ন মনময় স্মৃতিময়।
চোখে আজ অকারন কেন আসে জল
সাথিহারা পথিক পথ ভোলে অবিরল
প্রিয় হাসি প্রিয় মুখ আজ হলো সাড়া।
রাত্রি এলো ঐ জ্বলে তারা।
                          ৩
রাত্রি ঘুমায় ঐ চাঁদ ঘুমায়
জ্বোনাকিরা অকারনে আলো বিলায়
রাত্রি ঘুমায় ঐ চাঁদ ঘুমায়।
ঐ পাখিরা গাছে গাছে নীড়ে ঘুমায়
মৃদু বাতাস শাখায় শাখায় দোল দিয়ে যায়।
রাত্রি ঘুমায় ঐ চাঁদ ঘুমায়।
ঐ আকাশে মেঘ বালিকা উঁকি দিয়ে যায়।
দুঃখগুলো ফুল হয়ে আজ গন্ধ বিলায়
রাত্রি ঘুমায় ঐ চাঁদ ঘুমায়।
                    (সঙ্গিতে রূপায়িত)
স.....