কে তুই?
দাড়িয়ে আছিস নির্লজ্জের মতো
আমার মুখের সামনে
আমার চোখের সামনে
মনের সুস্পস্ট পটভূমির গোচরে
৯০ ডিগ্রী কৌনিক দূরত্বে
উল্লম্ব রেখায়।
আপদমস্তক সাদা কাপড়ে ঢাকা
মলিনতার চিহ্নটুকু নেই তোর শ্বেতপতাকায়।
মনে হয় এখানে এসেছিস ঐক্যের  বারতা নিয়ে
শান্তির বাণি প্রচারে জীবন বিসর্জন দিবি
অথচ চোখের তারায় শয়তানের মন্ত্রনা
হাসিতে খলনায়কের কূটনীতির বহিপ্রকাশ।
মস্তিস্কের নিউরনে শয়তানি ফন্দি।
চোখের সামনে থেকে দূর হয়ে যা
মনের মানচিত্র থেকে আড়ালে চলে যা
শান্তির মুখোশের অসহ্য যন্ত্রনার ক্ষতচিহ্ন
কত আর সহ্য করতে হবে
এই নির্ভেজাল, নির্জলা পবিত্রভূমিতে।
পালিয়ে যা আমার সামনে থেকে
কোটি যোজন দূরে
নইলে এই সুধি সমাজের ভরাট আসরে
তোর সাদা কাপড়ের মুখোশ
খুলে ফেলবো একটানে।
তখন কিন্ত পালিয়ে যাওয়ার পথ পাবি না।
৫১/৪০