ওরা ভূমধ্যসাগর পারি দিতে চেয়েছিল।
গিনেজ বুকে নাম লেখানোর জন্য নয়
ইতিহাসের পাতায় বীরত্বগাঁথা লেখানো জন্য নয়
বিলাসবহুল প্রমোদ তরিতে জীবন ভোগ করার জন্যও নয়।
ওরা চায় নি কোন বস্তুগত উন্নত স্বপ্নিল শহরের
বিলাসী নাগরিক হতে।
ওরা শুধুই বেঁচে থাকতে চেয়েছিল
তৃতীয় বিশ্বের অন্য সব সাধারন নাগরিকের মতো।
ওরা চেয়েছিল দেহায়তনের আপেক্ষিক আকৃতির একটি ঘর
এতটুকু ঠাঁই।
ওরা দেহের পেশীগুলোকে কাজে লাগাতে চেয়েছিল
ওরা শিরের শিরায় ধারনকৃত বিদ্যাবুদ্ধিগুলোকে
ব্যবহার করতে চেয়েছিল।
ওরা প্রিয়জনের মুখে হাসী ফোঁটাতে চেয়েছিল
জীবননিংড়ানো ঘামের বিনিময়ে।
ওরা প্রিয়তমার প্রিয় মুখে হাসী দেখতে চেয়েছিল
জোসনাপ্লাবিত কোন একান্ত রাতে।
জাতিসত্বাগত বিভাজনের সীমানা প্রাচীর
রাষ্ট্রীয় নিয়মের অমানবীয় কাষ্ট্যকানুনের দুর্ভেদ্য
কালাকানুনে
ওরা হারিয়ে গেল
সাগরের  স্নেহ সলীলের কবর গহ্বরে
চীরকালের জন্য।
৪৬/১৪