একদিন তুমি ছিলে
এই বাংলার সরল দামাল ছেলে
এই বাংলার ধূলোমাখা মেঠো পথে
সাথিদের নিয়ে গাঁয়ের মাঠের বুকে
বেড়াইতে হেসে খেলে।
রাতের মায়ায় ঘুমায়ে পড়িতে
বাংলা মায়ের কোলে
এখনও ঘুমে পরে আছো তুমি
মাটির মমতা ছলে।
এই বাংলার ধূলায় মিশিয়া
স্বপ্ন কমল তুলিতে
এই বাংলার মমতায় মিশে
না পাওয়ার ব্যথা ভুলিতে।
জানি না কেমন করে
ভাল তুমি বেসেছিলে
জনমের সাধ মিটাইলে তুমি
বুকের রক্ত ঢেলে।
স্বার্থক হল জন্ম তোমার জানি
স্বার্থক এ মরন
তোমার রক্তে ধন্য বাংলা জননী
তোমায় চীর বরণ।