***সকলই তোমার দান***


আমার দেশের এই যে শুদ্ধ মাটি
আমার দেশের এই যে শীতল পাটি
নদীরা যাচ্ছে কলকলকল রয়েছে যে বহমান
এই সব কিছু সকলি তোমার দান।
আমার দেশের এই যে পাখিরা গায়
আমার দেশের এই যে শাখিরা ধায়
কোকিল, ময়না, টিয়ারা গাচ্ছে  এই সুর অম্লাণ
এই সব কিছু সকলই তোমার দান।
আমার দেশের নদীর শোভিত কুল
আমার দেশের  হাজার রঙ্গিন ফুল
গোলাপ, টগর,শাপলা, মালতি,হাছনাহেনার ঘ্রাণ
এই সব কিছু সকলই তোমার দান।
আমার দেশের এই যে হরেক ফল
আমার দেশের নদী ধায় কলকল
কাঠাল,কদলি, আম,জলপাই, সুস্বাদের জয়গান
এই সব কিছু সকলই তোমার দান।
আমার দেশের শিয়রে সাগর দোলে
পাহাড় দাঁড়িয়ে বিশাল সাগর কোলে
হাজারো নৌকো, হাজারো জাহাজ চীরদিন চলমান
এই সবকিছু সকলই তোমার দান।
আমার এ দেশ সবুজ ফসলে ঢাকা
আমার এ দেশ শিল্পীর চোখে আঁকা
অবারিত মাঠ, কুঞ্জ বিথীকা, ফসলের ফরমান
এই সবকিছু  তোমারইতো অবদান।
তোমার দয়ার, বিন্দু সমান হয় না তো প্রতিদান।


ক।১/৩৯