যদি পরিশুদ্ধ অক্সিজেনভেঁজানো নির্মল বাতাসে
কার্বনের নির্যাস মেশানো আধাপরিশুদ্ধ ফুসফুস পরিপূর্ণ করতে চাও
যদি জন্মতপ্ত প্রিয়বক্ষাঞ্চলের কিয়দাংশে
পরিমার্জিত শীতলতার শান্তি স্পর্শ করতে চাও
যদি অতিব্যস্ত নগরকেন্দ্রীক অর্ধকৃত্রিম পরিশ্রান্ত সংগ্রামীত জীবনে
একটুখানি সুনির্মল স্বস্তি পেতে চাও
তবে এখানে এসো
খুব সন্তর্পণে, ধীর পদস্পন্দনে
এই নিরিবিলি শ্যামল কান্তারে।
যদি প্রগাড় প্রশান্তির শীতলতায় চোখ ভেঁজাতে চাও
তবে  এখানে এসো
এই সীমাহীণ সবুজের স্বপ্নিল ভূবনের অনিন্দ্য পারাবারে।
শহরের কলুষিত কোলাহল ছেঁড়ে।
তুমি আসবে
জীবনের মধ্যে জীবন সৃষ্টির জন্যে,
আত্নার ভিতরের আত্নার পরিশুদ্ধতার জন্যে,
মস্তিস্কঝড় স্তিমিত করার জন্যে
প্রশান্ত করার করার জন্যে।
৪৬/২২