আজ সন্ধ্যার শেষের বেলায় বধু বুঝি এলো
নবিন কবি এবার তোমার  যুগল আঁখি মেলো।
আজ দু'জনার মুখের পানে হবো মুখোমুখি
স্বর্গ থেকেও আমরা দু'জন হবো তখন সুখি
প্রেম সরোবর ঘাটে এসো বেলা বয়ে গেলো
আজ সন্ধ্যার শেষের বেলায় বধু বুঝি এলো
নবিন কবি এবার তোমার  যুগল আঁখি মেলো।
ঘোমটা বধু খুলিও না যতনে ঢাকিও
কালো চোখে ইশারাতে আমারে ডাকিও
আধো আলো অন্ধকারে বধু লজ্জা পেলো
আজ সন্ধ্যার শেষের বেলায় বধু বুঝি এলো
নবিন কবি এবার তোমার  যুগল আঁখি মেলো।


১/৩৫
গীতি কবিতা