অগ্নিস্ফুলিঙ্গ চাই না
যা পূড়িয়ে দেয় সাজানো জনপদ,বসতি অথবা কুসুমিত হৃদয় কানন
আমাকে শুধু ফুল এনে দাও।
বন্দুক চাই না আামি
যা ক্ষতবিক্ষত করে মানুষের দেহদেবালয়
আমাকে বরং বন্ধু এনে দাও।
অসুরের ধ্বংসযজ্ঞ চাই না
আমাকে মায়াবী  হৃদয়মোহিণী সুর এনে দাও।
আমি শুধুই প্রেম চাই
প্রেমাংশুর বা প্রিয়বদনার প্রেমাভিনয় চাই না।
নকল প্রেয়সীর ছলনা চাই না
অবলা, সরলা বধুর অভিমানি চোখের
জল ছলছল অশ্রু চাই।
অকাল দ্রোহের, ভাগ্যবিগ্রহের রক্ত চাই না
সুরভিত, সুললিত,মননহরনকারী  রক্তগোলাপ চাই।
নীড়ে ফেরা অবুঝ বিহঙ্গিণীর বক্ষভেদকারী পাষন্ডের পাশবিক উলঙ্গধনুক চাই না
বৃষ্টিস্নাত শুদ্ধ,শুভ্র ধ্যাণমগণগগণপটে
সপ্তরঙ্গা রঙধনু চাই কেবল।
হিংসীত ধরিত্রীর সভ্যতানাশি যুদ্ধ চাইনা
মহামতি বুদ্ধের অহিংসা চাই।
জীবন দহনের সন্তাপ চাই না
শান্তি চাই কেবল
শান্তি।
৪৭/৩২