কোথাও কেউ নেই
এই নির্জন প্রান্তরে
শুধু আমি
একা।
এখানে শশব্যস্ত জীবনযন্ত্রিত মানুষের কোলাহল নাই
বক্ষব্যধির বিস্বস্ত সহযোগী
বায়ুনষ্টকারক বহনতান্ত্রিক যন্ত্র যানবাহন নাই
শব্দদূষণকারী দাম্ভিক আর দানবিক বেখাপ্পা শব্দ নাই।
এখানে রাজপথ নাই
দাবি আদায়ের মিছিল নাই, স্লোগান নাই
কর্কশ মানুষের হৃদয়দুষণকারী ভাষণ  নাই।
কলহপ্রিয় মানুষের সীমানাবিবাদ নাই।
এখানে মিথ্যা নাই
ছলচাতুরি, প্রহসণ, প্রবঞ্চনা নাই।
এখানে সমরাস্ত্রের অযথা আস্ফালণ নাই
আন্তমহাদেশীয় ক্ষেপনাস্ত্র নাই,
পৃথিবী ধ্বংসকারী পারমানবিক আগ্নেয়াস্ত্রের
বক্ষভেদকারী আতঙ্ক নাই।
এখানে লালচোখ নাই
স্বামীস্ত্রীর নকলপ্রেমের অভিনয়উদ্ভূত কলহসৃষ্টির সম্ভবনা নাই।
এখানে আছে শুধুই
শান্তি শান্তি শান্তি।


৪৬/১৮
২৫/৫/১৯