ঘরের মধ্যে পরে আছি প্রায় একমাস
সঙ্গরোধের দায়ে প্রায় অবরুদ্ধ।
মাঝে মাঝে খুব বেশী ইচ্ছে হয়
কবিতার পাখায় ভর দিয়ে উড়ে যাই।
উড়ে উড়ে চলে যাই কোন সবুজ কান্তারে।
তেপান্তরের শেষ প্রান্তের
কোন একটি ললিত বাগানে গিয়ে বসি।
বাগানের  ফুলেল গাছটির মগডালে গিয়ে বসি।
পাখিদের সাথে গল্প করি।
পরিদের সাথে সখ্যতা গড়ি
অথবা কবিতার পাখায় আবার ভর দেই
উড়ে যাই শানবাঁধানো পুকুরঘাটে।
ঘাটে বসে রাজকুমারির সাথে গল্প করি
গল্প করে  সারাটা দিবস কাটিয়ে দেই।
অথবা সাঁতার কাটি পুকুরে
যদি সত্য হয় আমার স্বপ্ন।
তবে বন্দি থাকলেও মন্দ কি...
৫৩/৮