সেই সব দিনগুলো কোন দিন ফিরে পাব আর
সোনালি সে দিনগুলো ফিরিয়া কি আসিবে আবার?
বুকের মধ্যে কেন আজ হয় শুধু তোলপাড়
কোনখানে সেই পথ শৈশবে ফিরিয়া যাবার।
যে দিনে জীবন ছিল ধানের চারার মত সহজ সরল
মূর্খ সহজ কোন গ্রাম্য চাষার মত অতি সাধারন
নাই যার বিন্দু গড়ল।
যে দিন জীবন সদা শষ্য,শ্যামল মাঠে থাকত বিলীণ
ঝর্না ধারার মতো উচ্ছল, আর সীমাহীন।
বোশেখের মেঘেদের মতো চারুময়
চৈত্র দিনের মতো দুরন্ত আর বাধাহীণ।
যে দিনে জীবন ছিল শান্ত ঢেউএর সেই নদীটি যেমন
কুলুকুলু বয়ে যাওয়া দারুণ ছন্দময় জীবন তেমন।
নদী আর নৌকায় যেমন মিশিয়া থাকে মাঝি
তেমনি জীবন ছিল গ্রাম্য সে জীবনের অতি কাছাকাছি
মাটি আর মানুষের ভালবাসাবাসি।
মেঘহীন চৈত্রের কাঁঠফাটা রৌদ্রের বুকের উপর
সাথীদের সাথে নিয়ে খেলা
পৌষের সন্ধ্যায় সাথীদের কাছে নিয়ে চড়ুইভাতির সেই মেলা।
পাড়া গাঁ'র সেই সব অনাবিল কত খেলাধূলা
সন্ধ্যায় ফিরে গিয়ে মায়ের সে মধুময় বকুনিগুলা।
কোন খানে সেই পথ শৈশবে ফিরিয়া যাবার
কেমনে ফিরিয়া পাই সে দিন আমার
সেই সব দিনগুলো কোনদিন ফিরবে না আর।


     ৭/২।