জীবনের বহমান স্রোতস্বিণী তটিনির এই ছন্দময়তা
বেগমতি ঠেউয়ের কলকল্লোলে জীবন রাগিণীর
সুরেলা হৃদয়হরা সুরলহরী
যদি স্তিমিত হতে হতে থেমে যেতে চায়
জেগে ওঠে শেষ প্রহরে পুরোনো কোকিল
ভেসে ওঠে শুকনো বালুর নির্জলা চর
জীবনের অনুর্বর পলিমাটিতে।
তবে
ফসল ফলবে কি আর কোনদিন
জীবনের শুকনো চরায়
নাকি চৈত্রখরায় অপরিনত বীজগুলো শুকিয়ে যাবে।
যদি স্রোতস্বিনি থেমে যায়
আকাশের দেবতা করবে কি মেঘের আয়োজন
আমাকে ভিজিয়ে দেবে কি।
আরো একবার।


৪৭/৩৪