একটি স্বাধীন মানচিত্রের জন্য
একটি স্বনির্ভর ভূখন্ডের জন্য
একটি শিশুরাষ্ট্রের জরুরী জন্মের জন্য
মাতৃজঠরে উঠল প্রচন্ড প্রসব বেদনা।
ভিষণ যন্ত্রণায় চারিদিকে চিৎকার আর কাতরতা।
ইতিহাসের মুমূর্ষু পাতায় অবিরত রক্তক্ষরণ।
সারাটি দেশের এখানে ওখানে গড়িয়ে পরা রক্ত।
জাতির শ্রেষ্ঠ সন্তানেরা জীবন বিসর্জন দিলো।
বীর সন্তানেরা অনেকেই অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে হলো পঙ্গু।
অসংখ্য মা বোন সম্ভ্রম হারিয়ে হলো দিশাহারা
অনেকেই ভয়ানক যন্ত্রণায় মানসিক ভারসাম্য হারালো।
হানাদার বাহিণী বীরমুক্তিযোদ্ধাদের বাড়ি জ্বালিয়ে দিল।
নির্দোষ নারী, পুরুষ,বৃদ্ধ ও শিশুরা হত্যাকান্ডের শিকার হলো।
এরপর জন্ম হলো একটি সদ্য শিশুরাষ্ট্রের।
নাম তার বাংলাদেশ।


ক।৫৪/