(গীতি কবিতা)


কেন আসে না সে এ জীবনে আর
কেন মায়াসূতো ছিঁড়ে বারবার।২
কেন আসে ঝড় শুধু ফাগুণের দিনে
কেন আসে হাহুতাস প্রেয়সী বিনে
কেন হৃদয়ের ক্ষত আজ বাড়ছে আবার
কেন আসে না সে এ জীবনে আর
কেন মায়াসূতো ছিঁড়ে বারবার।
প্রিয়জন ভূল বুঝে কেন চলে যায়
কাছের মানুষ কেন প্রিয়রে কাঁদায়।
ফুল কেন ঝরে যায় নাগিণীর শ্বাসে
সুখ কেন কান্নার দরিয়াতে ভাসে
দিনগুলো স্মৃতি নয় দুঃখের আঁধার।
কেন আসে না সে এ জীবনে আর
কেন মায়াসূতো ছিঁড়ে বারবার।২
(গীতি কবিতা)
স।২/১২