সুচি গো তোমায় এবারে জানাই অনেক ধন্যবাদ
সভ্য জগতে মানুষ মারার তরে
পেতে যে রেখেছো ফাঁদ।
জানি তুমি নারী বিখ্যাত এক সুচি
তোমার রয়েছে মানুষ মারার মহান কর্মসুচি।
নোবেল নামের শান্তি পদক দিয়েছো তোমার গলে
পরোয়া কি আর ঘর বাড়ি জ্বালো দানবের কৌশলে।
মানুষ দিয়েছে নোবেল তোমায় সযতনে ওটা রাখো
দানব জাতির পক্ষে এবার তুমি
বড় নোবেলের মনে মনে ছবি আঁকো।
দেশে দেশে হোক জন্ম এমন ওয়াং সাং সুচিটির
মানব না হোক সীমা থাকবেনা দানবের খুশিটির।
তুমি এক নারী লজ্বা তোমার হয় না একটু খানি
তোমারই চেলারা তোমার হুকুমে পশুর পোশাক পরে
আগুন দিচ্ছে মানুষের ঘরে ঘরে।
নারীকে মারছে নারীকে কাটছে নারীকে পুড়ছে আজ
নারীর করছে সদা সম্ভ্রমহানি।
তবুও তোমার লজ্বা হয় না জানি।
তোমার কীর্তি অক্ষয় হবে নিজেকে ধন্য মানো
মানব না হোক দানবের ইতিহাসে
রক্ত লেখায় তোমার ও নাম নিশ্চয়ই লেখা রবে।
হাজার নিরীহ, নিঃস্ব লোকের অস্থির মিনারে
অক্ষয় তুমি হবে।


29/30