খোল দ্বার খোল দ্বার সীমান্ত প্রহরী
আমায় রেখো না বসে অতন্দ্র করি।
খোল দ্বার খোল দ্বার সীমান্ত প্রহরী।
ভাবের রাজ্যে আমি ঢুকিয়া পরিব
কল্পনার সাগরে আমি সেনান করিব
মুক্তা ঝিনুক রাশি তুলিয়া লইব হাসী
আমার হৃদয় তরি লইব ভরি
খোল দ্বার, খোল দ্বার সীমান্ত প্রহরী।
জগতপতির পায়ে লুটিয়া পরিব
প্রেমের গহীণ জলে ডুবিয়া মরিব
অতিস্নিগ্ধ জ্যোতিরাশি নিজেরে লইব ভাসি
ভক্তি করিব অতি উজার করি
খোল দ্বার খোল দ্বার সীমান্ত প্রহরী।
পৃথিবীর দ্বারে দ্বারে ঘুরিয়া মরিব
সৃষ্টি রহস্যরাশি ধারন করিব।
নদী,পথ,বন,গিরি সহস্র বছর ঘিরি
দেখিয়া লইব আমি দুচোখ ভরি।
খোল দ্বার, খোল দ্বার সীমান্ত প্রহরী।
পৃথিবীর বুকে আমি কান পেতে রবো
দীর্ঘশ্বাসের কথা প্রাণ খুলে কবো
গ্রহ, তারা রাশি রাশি  , কোথায় যায় রে ভাসি
বুঝিয়া লইবো আমি জীবন তরি
খোল দ্বার, খোল দ্বার সীমান্ত প্রহরী
আমায় রেখো না বসে অতন্দ্র করি
খোল দ্বার, খোল দ্বার সীমান্ত প্রহরী।


ক।৫৪/২৪