স্মৃ‌তির মেলা


এখানে আমাকে একলাই ফেলে রেখে
কোথায় যাচ্ছো ফিরে
সুখের, শোকের, অশ্রু, ব্যথার, এই যে স্মৃতির খেলা
আমি আছি বসে বেদনা সাগরের তীরে।
ভুল করে মেয়ে অন্য পথেই ফিরে তুমি চলে গেলে
সারা দিনমান কেটে গেল অবশেষে
সন্ধ্যাটা এলো স্মৃতিরা আবার জমছে আকাশ জুড়ে
স্মৃতিরা আসছে আমার বন্ধু বেশে।
জীবনসন্ধ্যা ‌নে‌মে এলো বুঝি খেলা হ‌লো আজ শেষ
বাকি র'লো শুধু দু' জনের দুই নিজ ঘরে ফিরে যাওয়া।
স্মৃতির পাতার আবছা ওই যে ছেঁড়াখোড়া সব লিপি
বাকি র'লো শুধু অনাথ লিপির পান্ডুর হয়ে যাওয়া।
এখন আমার মলিন স্মৃতির খেলা
স্মৃতিরা হাসছে, স্মৃ‌তিরা কাঁদছে, স্মৃ‌তিরা অকুলে ভাসে
স্মৃতির খেলায় কাটবে এখন জীবনের শেষ বেলা।
জমছে ভা‌লোই এই যে শেষের ধুসর স্মৃতির মেলা।


২৭/৩