মায়াবতি মেয়ে,
তুমি কি আছো ঠিক আগের মতোই
না কি বদলে গেছো অনেকটাই
যেভাবে বদলে যায় মানুষ
সংকীর্ণ সুখের দুষ্টসংক্রমনে।
অতপর বায়বীয় অসুস্থ সুখের বিষাক্ত নিঃশ্বাসে
মানুষের অবকাঠামো বদলে যায় খুব সহজেই।
এরপর বিষ্মৃতি প্রদোষের সীমাহীণ সীমালঙ্ঘনে
খুব কাছের মানুষগুলো
যারা ছিল তার জীবনের সন্নিকটে
বুকের কাছাকাছি
আত্নার কাছাকাছি একদিন।
তাদের সম্পর্কের চিকনসূত্রটা
অপুষ্ট, নির্জীব হতে হতে
বিচ্ছিন্ন হয়ে যায় ভোগতত্বের আশির্বাদে।
মানুষের অসহায় আত্নাগুলো দুমড়েমুচড়ে পরে থাকে
পতিত পথের উপরে।
তুমি কি সেই সুখতত্বের সম্রাজ্ঞী
নাকি প্রচন্ড অভিমানের  ঝড়ে
নিয়তি তাড়িত হয়ে
তুমি ভেসে চলে গেছো
অন্যকোন স্বপ্নিল স্বর্গরাজ্যে।
অতপর সেই জৈবিক সুখের বিষাক্ত পেয়ালা
পান করতে করতে
নিজেকে ক্ষয় করতে করতে
নিঃশেষ হয়ে যাচ্ছো অবলীলায়।
ক।৪৯/১৬